Saturday, December 14, 2013

উচ্চ মাধ্যমিক ICT - ডিজিটাল ডিভাইস

প্রশ্নঃ বুলিয়ান অ্যালজেবরা কি?

উত্তরঃ বুলিয়ান অ্যালজেবরাঃ 
  • ১৮৪৭ সালে ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুলি সর্ব প্রথম বুলিয়ান অ্যালজেবরা নিয়ে কথা বলেন।
  • বুলিয়ান অ্যালজেবরা লজিক এর সত্য এবং মিথ্যা এই দুই স্তর এর উপর ভিত্তি করে তৈরি হয়।
  • যখন কম্পিউটার এর বাইনারি সংখ্যা পদ্ধতি শুরু হল, তখন বুলিয়ান অ্যালজেবরার সত্য এবং মিথ্যাকে বাইনারি ১ ও ০ দিয়ে পরিবর্তন করা হয়।
  • কম্পিউটার এর যাবতীয় গাণিতিক ও যুক্তি মূলক সমস্যা বুলিয়ান অ্যালজেবরার মাধ্যমে সমাধান করা হয়।
  • বুলিয়ান অ্যালজেবরায় শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুন - এর সাহায্যে সকল কাজ করা হয়।

প্রশ্নঃ বুলিয়ান স্বতঃসিদ্ধ সমূহ লিখ।

উত্তরঃ বুলিয়ান স্বতঃসিদ্ধঃ

  • বুলিয়ান অ্যালজেবরা যোগের সময় যে সকল নিয়ম মেনে চলেঃ
    1. ০+০ = ০
    2. ০+১ = ১
    3. ১+০ = ১
    4. ১+১ = ১
  • বুলিয়ান অ্যালজেবরা গুনের সময় যে সকল নিয়ম মেনে চলেঃ
    1. ০*০ = ০
    2. ০*১ = ০
    3. ১*০ = ০
    4. ১*১ = ১

No comments:

Post a Comment