ব্যবসায়ের প্রকৃতি
প্রশ্ন : বাণিজ্যের আওতা বা পরিধি ব্যাখ্যা কর।
উত্তর : বাণিজ্যের মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার হাতে তুলে দেয়ার ব্যবস্থা করা হয়। তা ছাড়া কাঁচামাল সময়মতো সরবরাহ দিয়ে উৎপাদন গতিশীল রাখা হয়। এসব দায়িত্ব পালনের সঙ্গে বাণিজ্য বিস্তৃত পরিম-লে কার্যক্রম পরিচালনা করে থাকে। নিচে বাণিজ্যের আওতা দেখানো হলো :
ক) বিনিময় : অর্থ উপার্জনের উদ্দেশে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করাকে বিনিময় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন হয়।
বিনিময় দুই প্রকার। যথা_
১. অভ্যন্তরীণ বাণিজ্য : একই দেশে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। যথা_
র) পাইকারি ব্যবসায় : উৎপাদকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীর কাছে কম পরিমাণে বিক্রি করাকে পাইকারি ব্যবসায় বলে। বণ্টন প্রণালিতে উৎপাদক ও খুচরা ব্যবসায়ের মাঝখানে এর অবস্থান।
রর) খুচরা ব্যবসায় : চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রির কার্যকে খুচরা ব্যবসায় বলে। এটি পাইকার এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে।
২. বৈদেশিক বাণিজ্য : পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় যখন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়, তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এটি তিন প্রকার। যথা:
- আমদানি : ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য দেশ থেকে পণ্য ক্রয় করা হলে তাকে আমদানি বলে।
- রপ্তানি : মুনাফার উদ্দেশ্যে অন্য দেশে পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে।
- পুনঃরপ্তানি : এক দেশ থেকে পণ্য ক্রয় করে আবার অন্য দেশে বিক্রি করাকে পুনঃরপ্তানি বলে।
খ) সহায়ক কার্যাবলি : যেসব কার্যক্রম পণ্য বণ্টনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বা বাধা দূরীভূত করে, সেগুলোকে সহায়ক কার্যাবলি হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন:
- পরিবহন : পরিবহন বাণিজ্যের স্থানগত বা দূরত্বগত বাধা দূর করে। অর্থাৎ এর মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তর করা হয়।
- বিমা: ব্যবসায় ঝুঁকি বিদ্যমান। বিমা ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করে।
- ব্যাংকিং : বাণিজ্যিক কোনো কার্যক্রমে অর্থের প্রয়োজন হলে ব্যাংক থেকে ঋণ নিয়ে তার সমাধান করে থাকে।
- গুদামজাতকরণ : নির্দিষ্ট পদ্ধতিতে পণ্য সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে উৎপাদনের পর থেকে ভোগের আগ পর্যন্ত পণ্য সঠিক মানে ধরে রেখে সময়গত সমস্যা দূর করা যায়।
- প্রচার : পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা ও ভোক্তার দৃষ্টি আকর্ষণ এবং ক্রয়ে উদ্বুদ্ধ করাই এর কাজ।
- যোগাযোগ : পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয় তথা বাণিজ্যিক কার্যক্রমে যোগাযোগ একটি প্রধান হাতিয়ার। যেমন_ টেলিভিশন, ইন্টারনেট, কুরিয়ার সার্ভিস ইত্যাদি ছাড়া বাণিজ্য অচল।
No comments:
Post a Comment