Sunday, December 15, 2013

ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্রের ২ নাম্বার অধ্যায়

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্রের ২ নাম্বার অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

৫. কোনটি একমালিকানা ব্যবসার সবচেয়ে বড় অসুবিধা?
ক. বৃহদায়তন সুবিধার অভাব
খ. স্থায়িত্বের অভাব 
গ. সীমাহীন দায়
ঘ. পৃথক ব্যক্তিসত্তার অভাব

৬. একমালিকানা ও অংশীদারি সংগঠনের মধ্যে সামঞ্জস্য রয়েছে কোন ক্ষেত্রে?
ক. মূলধনের সীমাবদ্ধতা খ. পৃথক সত্তাহীনতা
গ. সীমাহীন দায় ঘ. ব্যবসায় পরিচালনা

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও :
রহিম ও তার ছেলে মিলে বাঁশ ও বেতের সাহায্যে ধানের গোলা তৈরি করেন। রহিম গ্রামের হাটে ও ছেলে পাশের এলাকার হাটে ধানের গোলা বিক্রি করে।

৭. রহিম ও তার ছেলের সংগঠনটির ধরন কী?
ক. অংশীদারি খ. যৌথমূলধনী
গ. একমালিকানা ঘ. সমবায়

৮. নিচের কোনটি বাবা ও ছেলের ব্যবসার বৈশিষ্ট্য নয়?
ক. অসীম দায় খ. লাভ-লোকসান বণ্টন
গ. সীমিত মূলধন ঘ. একমালিকানা

৯. কোন ব্যবসায় গ্রাম এলাকার কিছু ব্যবসা ছাড়া সিটি করপোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
ক. একমালিকানা ব্যবসা খ. অংশীদারি ব্যবসা
গ. কোম্পানি সংগঠন ঘ. রাষ্ট্রীয় ব্যবসা

১০. কোন ব্যবসায় সংগঠনে মালিক ও ব্যবসায় অভিন্ন সত্তা হিসেবে বিবেচিত হয়?
ক. অংশীদারি খ. একমালিকানা
গ. কোম্পানি ঘ. রাষ্ট্রীয়

১১. একমালিখানা ব্যবসার সফলতার পেছনে গুরুত্বপূর্ণ কারণ কোনটি?
ক. এ ব্যবসার মুনাফা বণ্টিত হয় না বলে
খ. এ ব্যবসা স্বল্প আয়তনের বলে
গ. মালিক সরাসরি ব্যবসা পরিচালনা করেন বলে
ঘ. এ ব্যবসায় ঝুঁকি অনেক কম বলে

১২. বাংলাদেশে বেশির ভাগ ব্যবসায় সংগঠন একমালিকানা হওয়ার কারণ, এ ব্যবসা_
1. স্বল্প পুঁজিতে করা যায়
2. যে কোনো সময় যে কোনো জায়গায় স্থাপন করা যায় 
3. আইনগত বাধা-নিষেধমুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. 1 খ. 1 ও 2 
গ. 2 ও 3 ঘ. 1, 2 ও 3

১৩. কোন কারণে একমালিকানা ব্যবসার সিদ্ধান্ত দ্রুত নেয়া যায়?
ক. ব্যবসার আয়তন ছোট হওয়ার কারণে
খ. ব্যবসার মালিক একাধিক নন বলে
গ. ব্যবসার মূলধন কম বলে
ঘ. ব্যবসার স্থায়িত্ব কম হওয়ার জন্য

১৪. অসীম দায়ের পরোক্ষ সুবিধা পাওয়া যায় কোন ব্যবসায় সংগঠনে?
ক. কোম্পানি খ. একমালিকানা
গ. সমবায় ঘ. রাষ্ট্রীয়

১৫. একমালিকানা কারবারের ক্ষেত্রে কোন কথাটি সত্য?
ক. অভিন্ন সত্তার জন্য ব্যবসায়ীকে আলাদা কোনো কর দিতে হয় না
খ. মালিক ও ব্যবসায় আলাদা আলাদা কর দিতে হয় 
গ. ব্যবসা স্বল্প আয়তনের বলে কোনো কর দিতে হয় না
ঘ. ব্যবসায় সরকার থেকে একটি নির্দিষ্ট হারে কর মওকুফ পেয়ে থাকে।

সঠিক উত্তর

অধ্যায়-২ : ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ক।

HSC - ব্যবসায় নীতি ও প্রয়োগঃ ব্যবসায়ের প্রকৃতি

ব্যবসায়ের প্রকৃতি


প্রশ্ন : বাণিজ্যের আওতা বা পরিধি ব্যাখ্যা কর।

উত্তর : বাণিজ্যের মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার হাতে তুলে দেয়ার ব্যবস্থা করা হয়। তা ছাড়া কাঁচামাল সময়মতো সরবরাহ দিয়ে উৎপাদন গতিশীল রাখা হয়। এসব দায়িত্ব পালনের সঙ্গে বাণিজ্য বিস্তৃত পরিম-লে কার্যক্রম পরিচালনা করে থাকে। নিচে বাণিজ্যের আওতা দেখানো হলো :

ক) বিনিময় : অর্থ উপার্জনের উদ্দেশে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করাকে বিনিময় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন হয়। 
বিনিময় দুই প্রকার। যথা_

১. অভ্যন্তরীণ বাণিজ্য : একই দেশে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। যথা_
র) পাইকারি ব্যবসায় : উৎপাদকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীর কাছে কম পরিমাণে বিক্রি করাকে পাইকারি ব্যবসায় বলে। বণ্টন প্রণালিতে উৎপাদক ও খুচরা ব্যবসায়ের মাঝখানে এর অবস্থান।
রর) খুচরা ব্যবসায় : চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রির কার্যকে খুচরা ব্যবসায় বলে। এটি পাইকার এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে।

২. বৈদেশিক বাণিজ্য : পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় যখন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়, তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এটি তিন প্রকার। যথা:
  •  আমদানি : ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য দেশ থেকে পণ্য ক্রয় করা হলে তাকে আমদানি বলে।
  • রপ্তানি : মুনাফার উদ্দেশ্যে অন্য দেশে পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে।
  •  পুনঃরপ্তানি : এক দেশ থেকে পণ্য ক্রয় করে আবার অন্য দেশে বিক্রি করাকে পুনঃরপ্তানি বলে।

খ) সহায়ক কার্যাবলি : যেসব কার্যক্রম পণ্য বণ্টনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বা বাধা দূরীভূত করে, সেগুলোকে সহায়ক কার্যাবলি হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন:
  •  পরিবহন : পরিবহন বাণিজ্যের স্থানগত বা দূরত্বগত বাধা দূর করে। অর্থাৎ এর মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তর করা হয়।
  • বিমা: ব্যবসায় ঝুঁকি বিদ্যমান। বিমা ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করে।
  •  ব্যাংকিং : বাণিজ্যিক কোনো কার্যক্রমে অর্থের প্রয়োজন হলে ব্যাংক থেকে ঋণ নিয়ে তার সমাধান করে থাকে।
  •  গুদামজাতকরণ : নির্দিষ্ট পদ্ধতিতে পণ্য সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে উৎপাদনের পর থেকে ভোগের আগ পর্যন্ত পণ্য সঠিক মানে ধরে রেখে সময়গত সমস্যা দূর করা যায়।
  • প্রচার : পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা ও ভোক্তার দৃষ্টি আকর্ষণ এবং ক্রয়ে উদ্বুদ্ধ করাই এর কাজ।
  •  যোগাযোগ : পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয় তথা বাণিজ্যিক কার্যক্রমে যোগাযোগ একটি প্রধান হাতিয়ার। যেমন_ টেলিভিশন, ইন্টারনেট, কুরিয়ার সার্ভিস ইত্যাদি ছাড়া বাণিজ্য অচল।
অর্থাৎ পণ্য নিজের জন্য উৎপাদিত হয় না, বরং বিক্রির মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অপরের জন্য উৎপাদিত হয়। এ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উলি্লখিত বাণিজ্যিক কর্মকা- সদা নিয়োজিত।

Saturday, December 14, 2013

উচ্চ মাধ্যমিক ICT - ডিজিটাল ডিভাইস

প্রশ্নঃ বুলিয়ান অ্যালজেবরা কি?

উত্তরঃ বুলিয়ান অ্যালজেবরাঃ 
  • ১৮৪৭ সালে ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুলি সর্ব প্রথম বুলিয়ান অ্যালজেবরা নিয়ে কথা বলেন।
  • বুলিয়ান অ্যালজেবরা লজিক এর সত্য এবং মিথ্যা এই দুই স্তর এর উপর ভিত্তি করে তৈরি হয়।
  • যখন কম্পিউটার এর বাইনারি সংখ্যা পদ্ধতি শুরু হল, তখন বুলিয়ান অ্যালজেবরার সত্য এবং মিথ্যাকে বাইনারি ১ ও ০ দিয়ে পরিবর্তন করা হয়।
  • কম্পিউটার এর যাবতীয় গাণিতিক ও যুক্তি মূলক সমস্যা বুলিয়ান অ্যালজেবরার মাধ্যমে সমাধান করা হয়।
  • বুলিয়ান অ্যালজেবরায় শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুন - এর সাহায্যে সকল কাজ করা হয়।

প্রশ্নঃ বুলিয়ান স্বতঃসিদ্ধ সমূহ লিখ।

উত্তরঃ বুলিয়ান স্বতঃসিদ্ধঃ

  • বুলিয়ান অ্যালজেবরা যোগের সময় যে সকল নিয়ম মেনে চলেঃ
    1. ০+০ = ০
    2. ০+১ = ১
    3. ১+০ = ১
    4. ১+১ = ১
  • বুলিয়ান অ্যালজেবরা গুনের সময় যে সকল নিয়ম মেনে চলেঃ
    1. ০*০ = ০
    2. ০*১ = ০
    3. ১*০ = ০
    4. ১*১ = ১